Wednesday, April 24, 2024
09:50:51 AM

IPO Process

IPO আবেদনের ক্ষেত্রে আমাদের সেবা ও প্রয়োজনীয় তথ্য সমূহঃ

১. আবেদন ফর্মে প্রয়োজনীয় তখ্যসহ পূরণকৃত প্রিন্ট আমাদের যে কোন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। আবেদনকারী শুধুমাত্র নিজের স্বাক্ষর দিয়ে ফর্মটি জমা দিবেন।
২. আপনার A/C (BO হিসাব)-এ পর্যাপ্ত পরিমান বা IPO- এর সমপরিমান Matured টাকা থাকলেIPOApplication করেতে পারবেন।
৩.আপনার Trading A/C –এ IPO- এর সমপরিমান টাকা না থাকলে আমাদের যে কোন অফিসে উক্ত পরিমান টাকা জমা দিয়ে দিয়ে IPOApplication করেতে পারবেন।
৪. Minus Account এর ক্ষেত্রে A/C Holder গণ IPO Application করতে চাইলে Account Plus করে IPO এর সমপরিমান টাকা জমা দিয়ে IPO Application করতে পারবেন।
৫. আমাদের অফিসে সরাসরি না এসে IPO Application এর জন্য প্রয়োজনীয় টাকা দি সিটি ব্যাংক লিঃ এর যে কোন শাখায় নগদ Pay-Order অথবা Cheque এর মাধ্যমে জমা দিয়ে মোবাইল নং-০১৯৩৬০০২৪২৪ তে SMS এর মাধ্যমে অথবা আমাদের Website-এ e-report registered গন money deposit form পূরণ ও submit করে জানাতে পারবেন।
আমাদের ব্যাংক হিসাবের তথ্যঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মেইন শাখা, ঢাকা রাউটিং নম্বর ২1২২1২71787 এ.সি. নং 0001317707601
ব্র্যাক ব্যাংক লিমিটেড গুলশান শাখা, ঢাকা রুটিং নং 060২6২1২66 এসি নং 150-1100131361001
এনআরবি ব্যাংক লিমিটেড গুলশান শাখা, ঢাকা রেটেটিং নং ২9২06২17২5 এ.সি. না। 1021030036904

ব্যাংক ডিপোজিট স্লিপ এবং IPO –এর প্রয়োজনীয় তথ্য সম্বলিত ফর্ম স্বাক্ষর সহ Subscription Period- এর মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের অফিসে পাঠাতে হবে। অথবা নিম্নে ৮নং সেবায় উল্লেখিত মাধ্যমেও পাঠাতে পারেন। একাধিক IPO আবেদনের টাকা জমার ক্ষেত্রে Trading A/Cনম্বর Deposit Slip-এ অথবা পৃথক ভাবে লিখে জানাতে হবে।
৬. Subscription Period- এর শেষ দুই কার্যদিবসে IPO Application এর জন্য কোন Pay-Order বা Cheque গ্রহন করা হবে না।
৭. Suspend A/C হোল্ডারগণ (যারা BO হিসাবের বাৎসরিক নবায়ন ফি পরিশোধ করেন নাই) BO ফিস পরিশোধ সাপেক্ষে IPO Application করেতে পারবেন।
৮. ইলেকট্রনিক ফর্ম অর্থৎ E-mail, Fax, SMS এবং আমাদের Website –এর মাধ্যমেও আবেদন করা যাবে।

E-mail –এর মাধ্যমে যেভাবে করতে হবেঃ-

 IPO আবেদন ফর্মে উল্লেখিত প্রয়োজনীয় তখ্যসমূহ উল্লেখ পূর্বক আপনার স্বাক্ষর সহ স্ক্যান করে আমাদের ihsldse50@gmail.com এই ঠিকানায় E-mail পাঠিয়ে IPO আবেদন সম্পন্ন করা যাবে।. যে সকল সম্মানিত Trading A/C Holder দের BO হিসাবের তথ্যে e-mail address দেওয়া আছে সে সকল গ্রাহকগন IPO তথ্য উল্লেখ পূর্বক শুধুমাত্র Request-mail পাঠিয়ে IPO Application করেতে পারবেন। যে সকল সম্মানিত Trading A/C Holder দের BO হিসাবের তথ্যে e-mail address দেওয়া আছে সে সকল গ্রাহকগন IPO তথ্য উল্লেখ পূর্বক শুধুমাত্র Request-mail পাঠিয়ে IPO Application করেতে পারবেন । 

SMS-এর মাধ্যমে যেভাবে করতে হবেঃ-

 যে সকল সম্মানিত Trading A/C Holder দের BO হিসাবের তথ্যে Mobile Number দেওয়া আছে সে সকল গ্রাহকগন IPO তথ্য গুলো (Trading A/C, Company name , Category ) উল্লেখ করে উক্ত নাম্বার থেকে আমাদের ০১৯৩৬০০২৪২৪ -এই মোবাইল নাম্বারে SMS পাঠিয়ে IPO Application করেতে পারবেন ।

Web-এর মাধ্যমে যেভাবে করতে হবেঃ-

 (Web site: www.ihslbd.com) আমাদের Website-এর Download-এ click করে IPO Form Download করে প্রিন্ট নিন এবং পূরণ পূর্বক স্বাক্ষর সহ আমাদের যে কোন অফিসে পাঠিয়ে দিন। e-Report Unregister গন আমাদের website-এ IPO Request- এ click করে IPO Form পূরণ করে submit করুন।

 ৯. Unsuccessful Account –এর টাকা Account Holder এর IPO Form এ উল্লেখিত Refund Instruction অনুযায়ী প্রদান করা হইবে ।
১০. আপনার IPO আবেদন আমাদের অফিস কর্তক গৃহীত হলো কিনা তা জানতে IPO updateতালিকা আমাদের  www.ihslbd.com -এ visit করুন ।
১১. Issuer কোম্পানিকে পাঠানো আমাদের Client –এর IPO আবেদনের তালিকা এবং লটারীর পরেsuccessful client দের তালিকা আমাদের Website-এ Trading A/C (Client code) অনুযায়ী দেখা যাবে । অথবা DSE ও কোম্পানির Website –এ লটারীর পরে Successful Client দের তালিকা আমাদের TREC No. 048 অনুসরন করে Trading Account হিসাবে Search করলে পাওয়া যাবে ।
  • IPO Closing Datee –এর পূর্বে আপনার Trading A/C – এ IPO আবেদনের সমপরিমান Matured টাকা থাকা বাধ্যতামূ্লক।
  • বিভিন্নভাবে পাঠানো পূ্রনকৃত এবং স্বাক্ষরিত IPO ফর্ম অথবা SMS, Web, Fax, E-mail ইত্যাদির মাধ্যমে পাঠানো IPO অবশ্যই IPO closing date-এর মধ্যেই আমাদের ঠিকানায় পৌছাতে হবে এবং category (General/Affective small investor) উল্লেখ করতে হবে।